ভিসি’র সামনে প্রতিবাদী পোস্টার নিয়ে ওরা চারজন

 




পোস্টার নিয়ে চার শিক্ষার্থীর প্রতিবাদঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ায় উপাচার্যের সামনে মৌন প্রতিবাদ জানিয়েছেন চারজন ছাত্রী। শুক্রবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বেগম রোকেয়া হলে র‌্যাগ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সামনে তারা পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েন। 

এসময় উপাচার্যের সঙ্গে রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা উপস্থিত ছিলেন।

এ মৌন প্রতিবাদে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তানজিনা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার অভিযোগে গতকাল (বৃহস্পতিবার) রাতে কবি সুফিয়া কামাল হলে মেয়েদের রাতের আঁধারে হল থেকে বের করে দেওয়া হয়েছে। গভীর রাতে নিরাপত্তার কথা না ভেবে হল প্রশাসন এমন জঘণ্য কাজ কীভাবে করতে পারে? তাই আমরা মনে করি, আমরা কেউ বিশ্ববিদ্যালয়ে নিরাপদ নই, এর প্রতিবাদে উপাচার্যের সামমে আমরা প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি।'

উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী জয়ন্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসে আমরা কেউ নিরাপদ নই। এরপর যাদের কাছে আমরা নিরাপদে থাকার কথা, তারাও আমাদের মধ্যরাতে হল থেকে বের করে দিয়েছে। তাই আমরা এর প্রতিবাদ জানিয়ে উপাচার্য স্যারের সামনে দাঁড়িয়েছি।’