বিকাশকর্মীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

ছিনতাইরাজধানীর শেওড়াপাড়ায় বিকাশকর্মীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ওই বিকাশকর্মী মো. আলামিন (২৬) এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।
আহত আলামিন সাংবাদিকদের জানান, তিনি পূর্ব শেওড়াপাড়ার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা তুলে অরবিট গলি দিয়ে বাইসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে দুই  লোক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি বাম পায়ে লাগলে তিনি নিচে পড়ে যান। পরে ছিনতাইকারীরা তার মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক্সজিম হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ওই প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা শিশির সরকার তাকে বিকাল ৪টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, তার কাছে তিন লাখ টাকা ছিল। সব টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে।
আলামিন বিকাশের বিক্রয় প্রতিনিধি (ডিএসও) হিসেবে কাজ করতেন। তার বাবার নাম আবদুর রাজ্জাক। কিশোরগঞ্জ তাড়াইলে তার গ্রামের বাড়ি। বর্তমানে কাফরুলের ১০/৪৪, ইব্রাহিমপুরের হাবিব উল্লাহ রোডে বসবাস করেন।