রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টরাজধানীর যাত্রাবাড়ীতে শেখদি পশ্চিমপাড়ার বড়বাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা মো. হান্নান (৪৭) ও ছেলে আরমানের (১০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকাল সাড়ে ৪টার কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া মো. হান্নান রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন এবং ছেলে আরমান স্কুল শিক্ষার্থী ছিল।

মো. হান্নানের খালাতো ভাই আব্দুর রশীদের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীতে শেখদি পশ্চিমপাড়ার বড়বাড়ি এলাকায় বাসার পাশের গলিতে টেনিস বল নিয়ে খেলছিল আরমান। এ সময় হঠাৎ বলটি পাশের পুকুরে পড়ে যায়। পুকুরের পানি আগে থেকেই কোনও কারণে বিদ্যুতায়িত অবস্থায় ছিল। আরমান বলটি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে তার বাবা মো. হান্নানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।