হাতিয়ায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি

 



হাতিয়ায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবিতে মানববন্ধননোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শিশু শিক্ষার্থী নিরব হত্যার বিচারসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হাতিয়ায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবিও জানিয়েছে হাতিয়ার বাসিন্দারা।



বৃহস্পতিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ‘দ্বীপ হাতিয়ার সচেতন নাগরিক’ এর ব্যানারেমানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, শান্তি প্রিয় হাতিয়ায় রাজনৈতিক সহিংসতায় একের পর এক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে। এ থেকে রেহাই পাচ্ছে না নারী, শিশু, শিক্ষক এমনকি বৃদ্ধরাও।
তারা বলেন,সম্প্রতি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মেশকাতুর রহমান নিরবকে নিজ গৃহে পড়ার টেবিলে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। যা জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। কিন্তু হত্যাকারীদের গ্রেফতারে স্থানীয় প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে।
বক্তারা বলেন, শিশু নিরবের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। হাতিয়ায় অবিলম্বে র‌্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করতে হবে এবং পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে হবে।
মানববন্ধনে বক্তারা জানান, সন্ত্রাস দমনে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বব্যাপী ভূমিকা রয়েছে। কিন্তু দ্বীপ হাতিয়ায় একের পর এক খুনের ঘটনা ঘটে যাচ্ছে। কোনও সন্ত্রাসী গ্রফতার হচ্ছে না। দীর্ঘ নদী পথ অতিক্রম করে জেলা সদর থেকে র‌্যাব এসে সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারছে না। এজন্য হাতিয়ায় স্থায়ী র‌্যাবের একটি ক্যাম্প স্থাপনের দাবি জানান তারা।
সংগঠনের আহ্বায়ক এম এ এলাহী শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন— হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ ঢাকা শাখার আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, আমরা'র সভাপতি রহমত উল্যাহ, সাংবাদিক সাইফুল ইসলাম মাসুম, উপকূল বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রকিবুল হাসান রাকিব, হাতিয়া দ্বীপ সমিতির অর্থ সম্পাদক শরীফুল মাওলা শরীফ প্রমুখ।