লন্ডনে বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূতকে প্রত্যাহার

 

লন্ডনে বাংলাদেশ দূতাবাসযুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূত (ডেপুটি হাইকমিশনার) খোন্দকার এম তালহাকে প্রত্যাহার করা হয়েছে। আগামী ৭ মে'র মধ্যে তাকে দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে আসতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। বাংলা‌দেশ সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রা‌তে লন্ডনের বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের এক‌টি সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।
ডেপুটি হাইকমিশনার খোন্দকার এম তালহা বিএনপি নেতাকর্মীদের হামলার দিন (৭ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্বে ছিলেন।
গত ২২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সভায় এ বিষয়ে কড়া অবস্থান নিতে বলেন। এরপরই ডেপুটি হাইকমিশনার তালহাকে প্রত্যাহার করা হলো।
এ ব্যাপা‌রে খোন্দকার এম তালহার সঙ্গে যোগা‌যোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গে‌ছে।