শিশু হৃদরোগীদের চিকিৎসা এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে রোগনির্ণয় কার্যক্রমের উদ্বোধন





উদ্বোধনী অনুষ্ঠানশিশু হৃদরোগীদের চিকিৎসা সহায়তার ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চিলড্রেন হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চের উদ্যোগে শিশু হৃদরোগীদের চিকিৎসা এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে রোগনির্ণয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ-এর  উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
চিলড্রেন হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চের সভাপতি অধ্যাপক এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, সচিব মো. মতিউর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফুজ্জামান,বিএসএমএমইউ-এর শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান ও চিলড্রেন হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চের মহাসচিব অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন প্রমুখ।