যুক্তরাজ্যে ধর্ষণের দায়ে বাংলাদেশি ইমামের ১৫ বছরের জেল

যুক্তরাজ্যে দণ্ডিত কমর উদ্দিনযুক্তরাজ্যে এক তরুণীকে ধর্ষণের দায়ে কমর উদ্দিন (৬৮) নামের এক বাংলাদেশি ইমামকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ একটি আদালত। লেস্টার ক্রাউন কোর্ট এ রায় দেন। জুরিবোর্ডে ওই ইমামের বিরুদ্ধে দুটি ধর্ষণ ও তিনটি যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়। গত শুক্রবার আদালত এই রায় দেন। 

ঘটনার বিবরণে জানা যায়, লেস্টার হাইফিল্ডের লিংকন স্ট্রিটে বসবাসকারী ইমাম কমর উদ্দিনকে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি এক তরুণীর বাসায় ঝাড়-ফুঁকের জন্য ডাকা হয়। কমর উদ্দিন ওই তরুণীর শোবার ঘরে যান। তখন ঘরের বাতি বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসার স্বার্থে তরুণী ছাড়া সবাইকে বের করে দেন। বাসার লোকজনের সরল বিশ্বাসকে পুঁজি করে তখন তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে জানালে রোগমুক্তি হবে না বলেও তরুণীকে ভয়ভীতি দেখান তিনি।

এই অভিযোগে কমর উদ্দিনকে ৩ বছর আগে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। কিন্তু আদালত থেকে জামিন নিয়ে তিনি গোপনে জার্মানি চলে যান। গত বছরের নভেম্বরে তাকে জার্মানি থেকে আবার যুক্তরাজ্যে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হয়।

১১ সন্তানের জনক কমর উদ্দিন ২০০৬ সালে অবৈধভাবে যুক্তরাজ্যে আসেন। তারপর থেকে তিনি অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন।