কর্মস্থলে অনুপস্থিতি: ১৪ কর্মকর্তা-কর্মচারীর ব্যাখ্যা চেয়েছে মাউশি

মাউশিমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন ঢাকার আঞ্চলিক অফিসের ১৪ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মঙ্গলবার (৮ মে) মাউশির পরিচালকের (মাধ্যমিক) অফিসে হাজির হয়ে কর্মস্থলে অনুপস্থিতির ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের। সোমবার (৭ মে) মাউশি থেকে এ সংক্রান্ত নির্দেশনাপত্র জারি করা হয়।

ওই পত্রে জানানো হয়, গত ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকার আঞ্চলিক অফিস ও ঢাকা জেলা শিক্ষা অফিস পরিদর্শন করেন মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. মো. আবদুল মান্নান। এ সময় সহকারী পরিচালক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, গবেষণা কর্মকর্তা, অফিস সহকারী, হিসাব রক্ষকসহ ১৪ জন কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিত থাকা কর্মকর্তারা হলেন, সহকারী পরিচালক (সেসিপ- সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম) মো. এরফানুল হক শোয়েব,  গবেষণা কর্মকর্তা (সেসিপ) হৈমন্তী দাস, গবেষণা কর্মকর্তা (সেসিপ) মুহাম্মদ ওসমান গনি মোল্লা, সহকারী বিদ্যালয় পরিদর্শক (চলতি দায়িত্বে) হোসনে আরা, সংযুক্ত কর্মকর্তা রিনা তরফদার, সংযুক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা খুররম মোল্লা, সহকারী প্রোগ্রামার (সেসিপ) মোহা. আব্দুর রাকিব, হিসাব রক্ষক মোহাম্মদ ইয়াসিন খান, ক্যাশিয়ার উম্মে কুলসুম মলি, অফিস সহকারী সাইফুল ইসলাম, অফিস সহকারী মোহাম্মদ ইকরামুল হক, অফিস সহায়ক বজুলর রহমান ও গাড়ি চালক শরিফ মিয়া।