বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া

লঞ্চিং প্যাডে উৎক্ষেপণের অপেক্ষায় স্যাটেলাইট বঙ্গবন্ধু-১বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) জোহরের নামাজে এই দোয়া করা হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। এসময় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রক্রিয়া যাতে সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইটের  সফল উৎক্ষেপণের মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি খাতে দেশের ভাবমূর্তি যেন আরও উজ্জ্বল হয়, সেজন্যও আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়া, মোনাজাতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও দোয়া করা হয়। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: 
বঙ্গবন্ধু স্যাটেলাইট: যেভাবে স্পেসএক্স’র সর্বাধুনিক রকেট পেলো বাংলাদেশ
আমরাই একদিন স্যাটেলাইট বানাবো: পলক