পুরো নির্বাচনি ব্যবস্থা সংস্কার করেছে আ. লীগ: মহিবুল হাসান চৌধুরী

মহিবুল হাসান চৌধুরী নওফেলআওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘২ কোটি ভোটার লুকিয়ে নির্বাচন করতো বিএনপি, সেটার আমূল পরিবর্তন সুষ্ঠুভাবে করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের নির্বাচনি সংস্কারগুলো যে আওয়ামী লীগ বাস্তবায়ন করেছে, তা হচ্ছে সচ্ছ ব্যালট বাক্সসহ পুরো নির্বাচন ব্যবস্থা।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘খুলনা টু গাজীপুর, কতদূর’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।


মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,‘বিজয়ী তালুকদার খালেক জয়লাভের পরেই মঞ্জুকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করতে যাওয়ার ঘোষণা দিলেন, অথচ সেই সন্ত্রাসী মঞ্জু তা প্রত্যাখান করে বললেন, ভোট ডাকাতের সঙ্গে তার কোনও কিছু হবে না। এর মানে কি বোঝায়? তিনি কি আদৌ কোনও মানুষের সম্মান রেখেছেন?’
তিনি বলেন, ‘বিএনপির যে অভিযোগ, তা কেবল দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে ফুলিয়ে-ফাপিয়ে প্রচার করা ছাড়া কিছুই নয়। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন থেকে সরে আসেনি, বিএনপি সরে গিয়েছে। তিনটি সিটিতে জয়ী হওয়ার পরও বিএনপি জাতীয় নির্বাচনে আসার সাহস পায়নি। কিন্তু এবার অন্তত খুলনা সিটি নির্বাচনে তারা অংশ নিয়েছে, এ জন্য তাদের ধন্যবাদ।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি এমন অবস্থায় দাঁড়িয়েছে, তাদের মনে হয় হাতে করে সবখানে ক্ষমতা দিয়ে দিলেই তারা খুশি।’
বৃহস্পতিবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ বৈঠকি।