বাসচাপায় পা হারানো কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

 

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে দায়িত্ব পালনকালে বাসচাপায় পা হারানো কমিউনিটি পুলিশের সদস্য আলাউদ্দিন সুমন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ মে) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। 

গত ১২ মে সকালে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী তারাবো পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন সুমন। তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এই ঘটনায় গত রবিবার ওয়ারী থানায় আলাউদ্দিনের বড় ভাই বাদী হয়ে একটি মামলা করেন। পরে পুলিশ বাসচালক ইকবাল হোসেনকে (২৩) গ্রেফতার করে। তিনি এখন কারাগারে আছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

সুমন নারায়ণগঞ্জের সানারপাড়ে পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রীর নাম ঝুমুর আক্তার। তাদের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে বুশরা অষ্টম শ্রেণিতে এবং ছেলে ইশরাক চতুর্থ শ্রেণিতে পড়ছে।