ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের বিক্ষোভফিলিস্তিনে ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ মে) ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের ওপর অবৈধ ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ’ শীর্ষক ব্যানার নিয়ে ঢাবি শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেখানে লেখা ছিল–‘মুসলিমরা ঐক্য গড়, ফিলিস্তিনকে মুক্ত কর’, ‘স্টপ ইসরায়েল টেরোরিজম’, ‘শেইম ফর ইসরায়েল, শেইম ফর ইউএসএ’, ‘ফ্রি প্যালেস্তাইন’, ‘স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’, ‘জাতিসংঘ নিরব কেন, বিশ্ব বিবেক জানতে চায়’ ইত্যাদি।

এসময় তারা মাইম অ্যাকশন প্রদর্শনীর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি হামলার চিত্র তুলে ধরেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘যুগ যুগ ধরে ফিলিস্তিনের ওপর অবৈধ ইসরায়েল রাষ্ট্র আক্রমণ করে যাচ্ছে। মানুষ হত্যা করছে। স্বাধীন ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিচ্ছে।