রোজায় লন্ডনে দাম কমে নিত্যপ‌ণ্যের

লন্ডনের একটি গ্রোসারি শপে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ তাক

দে‌শে রমজা‌নে জি‌নিসপ‌ত্রের দাম বাড়‌লেও বরাবরই ব্রি‌টে‌নে দেখা যায় ভিন্ন চিত্র। বাঙালি,পা‌কিস্তানি,ভারতীয় গ্রোসারি শপ ও মাছ-মাংসের বাজা‌রে রমজান উপল‌ক্ষে প্রতিবারই ঘোষণা দেওয়া হয় বি‌শেষ ছাড়সহ নানা অফা‌রের। এবারের রমজানও তার ব্যতিক্রমী নয়। এমন‌কি বহুজা‌তিক ব্যান্ড টেস‌কে,আজদা’র ম‌তো বড় প্রতিষ্ঠানগু‌লোও প‌বিত্র রমজান উপল‌ক্ষে ছোলা,বুট,চাল, জুসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে বি‌ভিন্ন অফার ও ছা‌ড়ের ঘোষণা দি‌য়ে‌ছে। লন্ডন ও লন্ড‌নের বাইরে টেক‌কো ও আজদার বড় স্টোরগু‌লো‌তে রী‌তিমত রোজা উপল‌ক্ষে বর্ণিল সাজে সাজা‌নো হ‌য়ে‌ছে আলাদা তাক। সেখা‌নে স্বাভা‌বিক মূ‌ল্যের চে‌য়ে কম দা‌মে বিক্রি হ‌চ্ছে ইফতার ও সেহরি‌তে ব্যবহৃত বি‌ভিন্ন নিত্যপণ্য। 

লন্ডনের একটি সুপার শপে রমজান উপক্ষে বিশেষ পণ্যের সমাহার

পূর্ব লন্ড‌নের হোয়াইটচ্যা‌পেল এলাকার ইউকে ফিশ অ্যান্ড মিট বাজারের কর্মকর্তা মো.হান্নান শ‌নিবার বাংলা ট্রিবিউনকে জানান, রমজান মাস উপল‌ক্ষে আমাদের শ‌পে বি‌ভিন্ন নিত্য প্রয়োজনীয় প‌ণ্যে ছাড় ও বি‌ভিন্ন অফা‌র দেওয়া হ‌য়ে‌ছে।

সাউথ ইস্ট লন্ড‌নের ক্রয়োডন এলাকার খান ক্যাশ অ্যান্ড ক্যারির সত্বা‌ধিকারী মোহাম্মদ খান জানান, রমজান উপল‌ক্ষে প্রতিটি ক্যাশ অ্যান্ড ক্যারির মা‌লিকরা চান তা‌দের কাস্টমাররা যেন রোজায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থে‌কে সন্তুষ্টি নি‌য়ে ফি‌রে যান। এজন্য বি‌ভিন্ন অফার দি‌য়ে নি‌জে‌দের মুনাফা ক‌মি‌য়ে আমরা গ্রাহক‌দের সন্তুষ্ট করার চেষ্টা ক‌রি।

লন্ডনের একটি সুপার শপে রমজান উপলক্ষে মাংসে দেওয়া হয়েছে বিভিন্ন অফার

ক্রয়োডন এলাকা‌র ব্রিকস্টক রো‌ডের বা‌সিন্দা ফয়সল রহমান বাংলা ট্রি‌বিউন‌কে ব‌লেন,আমরা বাংলা‌দে‌শের মানুষ। রোজায় দে‌শে বরাবরই দে‌খি জি‌নিসপ‌ত্রের দাম বা‌ড়ে। কিন্তু আমার গত প্রায় বিশ বছ‌রের লন্ড‌ন প্রবাসী জীব‌নের অভিজ্ঞতা থে‌কে দে‌খে‌ছি এখা‌নে ভিন্ন চিত্র। এরা ভিন্ন ধ‌র্মের অনুসারী হ‌লেও রোজায় নিত্যপ‌ণ্যের দাম কম রা‌খে। বাই টু গেট ওয়ান ফ্রি বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রির ম‌তো

লন্ডনের একটি সুপার শপে রমজান উপলক্ষে বিভিন্ন ছাড়ের বিজ্ঞাপন

বি‌ভিন্ন রক‌মের অফার দেয়। একই চিত্র ক্রিসমাসের ম‌তো উৎস‌বেও। সেখা‌নেও আমরা দে‌খি বছ‌রের সর্ব‌নিম্ন দা‌মে পণ্য বা কাপড়‌চোপড় বিক্রি হ‌তে।

লন্ডনের একটি সুপার শপে দাম কমানো হয়েছে ছোলার। (ছবি-ফেসবুক থেকে)