মূল্যতালিকা ছাড়া পণ্য বিক্রি: ৯ দোকানিকে জরিমানা

সবজির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মূল্যতালিকা ছাড়া পণ্য বিক্রি করায় ৯ দোকানিকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে রাস্তা দখল করে ব্যবসা করায় ২৫০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। 

মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানসোমবার (২১ মে) দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের নেতৃত্বে রাজধানীর কাওরানবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

এস এম অজিয়র রহমান জানান, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।