দুদকের তদন্তেই প্রকৃত সত্য বের হবে: এ কে আজাদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এ কে আজাদঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রসঙ্গে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, তিনি তার বক্তব্য দুদককে জানিয়েছেন এবং তাদের তদন্তেই প্রকৃত সত্য বের হবে। মঙ্গলবার (২২ মে) দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এর আগে দুদকের তলবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুদক কার্যালয়ে হাজির হন এ কে আজাদ। তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী। দুপুর একটার দিকে জিজ্ঞাসাবাদ শেষে এ কে আজাদ বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাকে ডাকা হয়েছিল। আমার বক্তব্য দুদককে জানিয়েছি। তাদের তদন্তেই প্রকৃত সত্য বের হবে।’
তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত কিনা এমন প্রশ্নে সাংবাদিকদের আজাদ বলেন, ‘তদন্তাধীন বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।’
উল্লেখ্য, এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে তলব করে দুদক। পরপর দুই দফা তলব করার পর সময় চেয়ে আবেদন করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় দফায় মঙ্গলবার (২২ মে) সকালে দুদক কার্যালয়ে হাজির হন তিনি।