মাদকব্যবসায়ী কারাগারে

 

আদালতমাদকবিরোধী অভিযানে রাজধানীর মুগদা থেকে আটক মাদকব্যবসায়ী আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ মে) ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ আসামি পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এদিকে, মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানা উপপরিদর্শক মো. মুজিবুর রহমান আসামি আখতারুজ্জামানকে কারাগারে আটক  রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করেন।
মুজিবুর রহমান আবেদনে বলেন, ‘অভিযানকালে আক্তারুজ্জামানের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে পরবর্তীতে পুলিশ রিমান্ড চাইতে পারে।’  মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখা দরকার বলে মনে করেন ওই তদন্ত কর্মকর্তা।