সীতাকুণ্ডে দুই আদিবাসী কিশোরীর খুনিদের গ্রেফতারের দাবি

শাহবাগে মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের পর দুই আদিবাসী কিশোরীকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে শাহবাগে। মঙ্গলবার (২২ মে) বিকালে শাহবাগ প্রজন্ম চত্বরে ‘খুন-ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নাগরিকবৃন্দ’ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রকাশক রবিন আহসানের সঞ্চালনায় নারী অধিকার কর্মী জাকিয়া শিশির বলেন, ‘আমরা এখন নিরাপত্তাহীনতার সময়ে বাস করছি। সারা দেশে গণহারে নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত কোনও ধর্ষণের বিচার হয়নি। আপনারা জানেন, সীতাকুণ্ডে আদিবাসী কিশোরী সুখলতি ত্রিপুরা ও রানী ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পাহাড় ও সমতলে কোথাও নারীরা নিরাপদ নয়। আজ চুপ থাকার সময় নেই, আসুন আমরা সবাই মিলে খুন-ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’  

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সাবেক বিচারপতি শেখ বাতেন বলেন, ‘বাংলাদেশে তিন ধরনের ধর্ষণ হচ্ছে। সর্বত্র ধর্ষণ, গণধর্ষণ ও হত্যা হচ্ছে। যারা ধর্ষণ করছে তারা বেশির ভাগই ক্ষমতাবান। বেছে বেছে তারা দুর্বলদের ওপর নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় অনেক নারী ধর্ষণের শিকার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণের বিচারের জন্য কেন রাস্তায় এসে মানববন্ধন করতে হবে, এটা তো রাষ্ট্রের বিচার করার কথা। কিন্তু রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হচ্ছে।’