একজন মাদকাসক্তের অসহায় স্ত্রী’র আকুতি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজের ফেসবুক স্ট্যাটাসে এক মাদকাসক্ত ব্যক্তির আইনজীবী স্ত্রীর অসহনীয় যন্ত্রণার কথা তুলে ধরেছেন।

খোকনের ইনবক্সে আসা ওই স্ট্যাটাসটি মূলত ভুক্তভোগী ওই নারীর। যেখানে তিনি মাদকের বিরুদ্ধে সরকারের পরিচালিত অভিযানকে স্বাগত জানিয়েছেন। মাদকের কারণে নতুন করে কোনও পরিবার যেন ধ্বংসের মুখে না পড়ে, তার জন্য ওই নারী ক্রসফায়ারকেও সমর্থন জানিয়েছেন।

আশরাফুল আলম খোকনের ফেসবুক পেজে পাওয়া স্ট্যাটাসটি ছিল এরকম—

একজন মাদকাসক্তের অসহায় স্ত্রীর আকুতি...

 

আশরাফুল আলম খোকনের ফেসবুকের স্ক্রিন শট

 

‘ভাইয়া। আমি একজন অ্যাডভোকেট। আমি একটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে এল.এল.এম করেছি। আমার ছোট্ট একটি ছেলে আছে। আমরা খুব বেশি ভালো না থাকলেও ডাল ভাত খেয়ে সুখে ছিলাম। প্রেমের বিয়ে।

আমার জামাই কোনও কাজ করে না। সে অ্যাডিক্টেড। কী খায় জানি না। আমাকে মারধর করে। আমি জব করি। ইন্ডিপেনডেন্ট। তাও বাচ্চাটার দিকে তাকায়ে চুপ করে আছি।

এত কিছুর পর এই ড্রাগের জন্য আমার এ অবস্থা, অন্য মেয়েদের বা পরিবারের কী অবস্থা আমার জানা নাই।

দেশটা ভয়ঙ্কর সময় পার করছে ভাই...।

সামনে সরকারি চাকরির ভাইভা আছে। আর সহ্য করতে না পেরে রীতিমতো জোর করে বাবার বাড়িতে এসে পড়েছি। ওখানে মানসিক শান্তিতে পড়ার উপায় নেই...।

শেখ হাসিনার এই পদক্ষেপকে সাধুবাদ জানাই... আর কোনও পরিবার যাতে ধ্বংস না হয়...।

আমার ছোট্ট বাচ্চাটা বাবা ছাড়া মানুষ হবে। তবুও সব ক’টাকে ক্রসফায়ারে দিয়ে দেন।

কাকে দোষ দেবো জানি না। মনটা হাল্কা করতে লিখলাম। খুব কষ্ট থেকে লেখা। আমার সংসারটা শেষ, আমার আর বাচ্চার জীবনটা শেষ।ভালো থাকবেন। শুভ কামনা।’