নিরাময় অযোগ্য রোগীর সেবা দেবে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্প

১১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নিরাময় অযোগ্য, জীবন সীমিত ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পরিচর্যায় ‘মমতাময় নারায়ণগঞ্জ’ নামে একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ওয়ার্ল্ড ওয়াইড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স (ডব্লিউএইচপিসিএ)-এর মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়।

বুধবার (২৪ মে)  বিএসএমএমইউ-এর বি ব্লকের ডা. মিল্টন হলে  উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স (ডব্লিউএইচপিসিএ)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিফেন কোন্নর পক্ষে স্বাক্ষর করেন ডব্লিউএইচপিসিএ-এর গ্লোবাল অ্যাডভোকেসি ডিরেক্টর ক্লেয়ার মার্গারেট মরিস।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স-এর সহায়তায় বিএসএমএমইউ-এর পক্ষ থেকে প্যালিয়েটিভ সেবাকে ঢাকার বাইরে নারায়ণগঞ্জে প্রসারিত করা একটি অন্যন্য সাধারণ উদ্যোগ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নিরাময় অযোগ্য, জীবন সীমিত ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পরিচর্যায় ‘মমতাময় নারায়ণগঞ্জ’ নামে নেওয়া প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে জায়গা বরাদ্দ দেওয়া, ভবন নির্মাণসহ যত ধরণের সহযোগিতার প্রয়োজন তা করা হবে।’ 

সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘বাংলাদেশসহ বর্তমান বিশ্বে নিরাময় অযোগ্য রোগীদের জন্য প্যালিয়েটিভ সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। বাংলাদেশেও এ সেবাটি জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের রোগীদের প্রকৃতপক্ষে দেখার কেউ নেই। তাই প্যালিয়েটিভ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্যালিয়েটিভ চিকিৎসাসেবার ক্ষেত্রে সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।’   

এসময় গ্লোবাল অ্যাডভোকেসি ডিরেক্টর মিস ক্লেয়ার মার্গারেট মরিস তার বক্তব্যে বিশ্বব্যাপী প্যালিয়েটিভ সেবা ও নিরাময় অযোগ্য রোগীদের পরিস্থিতি তুলে ধরেন।