লাগেজে শিশুর মরদেহ, বহনকারী আটক

আটকরাজধানীর দক্ষিণ খানে লাগেজের ভেতরে আট বছর বয়সী একশিশুর লাশসহ শরীফ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ খান থানার কোটবাড়ি এলাকায় আব্দুল্লাহপুর পুলিশ টেকপোস্টের সামনে থেকে লাগেজে শিশুর লাশসহ তাকে গ্রেফতার করা হয়।
আটক শরীফ পেশায় বাসের হেলপার। নিহত শিশুটির নাম মালা (৮)। সে পেশায় গৃহকর্মী বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আব্দুল্লাহপুরের কোটবাড়িতে পুলিশের চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তারা মরদেহ ভর্তি একটি লাগেজসহ শরীফকে আটক করে। কোটবাড়ি থেকে রিকশায় করে লাগেজটি বহন করছিলেন তিনি। চেকপোস্টে তল্লাশির সময় লাগেজের ভেতরে শিশুর মরদেহ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে শরীফকে আটক করে পুলিশ।’
তিনি বলেন, ‘মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শারীরিক নির্যা‌তনের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।’
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার পেছনে কারণ কী এবং কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।