কাপ্তানবাজারে র‌্যাবের অভিযান, ১৩ ব্যবসায়ীকে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

12রাজধানীর কাপ্তানবাজারে শুক্রবার বিভিন্ন মাংসের দোকানে চালিয়েছে র‌্যাব-১০। এ সময় নানা অনিয়মের দায়ে ১৩ ব্যবসায়ীকে ৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত র‍্যাব, বিএসটিআই’র প্রতিনিধি ও জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান পরিচালনাকালে দেখা গেছে, সিটি কর্পোরেশন কর্তৃক নিধারিত মূল্য অমান্য করে গরুর মাংস ৫৫০-৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। খাসির মাংস বিক্রি করা হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। এ সময় মাংস পনিতে চুবিয়ে রেখে ওজন বাড়ানো, পঁচা মাংস বিক্রি এবং ওজনে কম দেওয়ার অপরাধে ১২টি দোকান থেকে নষ্ট ও পঁচা তিন টন মাংস জব্দ করে পাঁচ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অসাধু উপায় অবলম্বনের দায়ে মো. শাহ আলম নামের এক চা দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।