ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া কিশোরের মৃত্যু

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যুরাজধানীর মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া কিশোর রনি (১৫) মারা গেছে। শনিবার (২৬ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জিআরপি কমলাপুর থানার ‍উপপরিদর্শক (এসআই ) আনিসুর রহমান।
রনির বাড়ি ফেনীতে। বাবার নাম নাসির উদ্দিন।
আনিসুর রহমান বলেন,‘সকাল ১০টার দিকে রনিকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক।’
গত শুক্রবার (২৫ মে) রাত ৯টার দিকে ওয়ারলেস গেট এলাকায় রনি ট্রেন থেকে পড়ে ওই একই ট্রেনের নিচে তার ডান পা চলে যায়। এতে তার হাঁটুর ওপর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিএমপি পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই ) বাচ্চু মিয়া জানান, রনি ট্রেনে পানি বিক্রি করতো। বিমানবন্দর রেলস্টেশন থেকে আসার পথে মহাখালী ওয়ারলেস এলাকায় ট্রেনের গতি ধীর হলে সে নামতে যায়। এসময় হাত ফসকে নিচে পড়ে ট্রেনের নিচে তার এক পা চলে যায়। এতে পা বিচ্ছিন্ন হয়ে যায়।