‘ফিলিস্তিনে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে’

ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে পথনাটকইসরাইলি বাহিনী টার্গেট করে ফিলিস্তিনে নিরীহ মানুষদের হত্যা করছে। আর পেছনে মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ফিলিস্তিন একাত্তরে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। এখন সময় এসেছে তাদের পক্ষে দাঁড়ানোর। ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি জানিয়ে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেছেন সচেতন নাগরিকরা।

শনিবার (২৬ মে) বিকালে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সমাবেশের অংশ হিসেবে গান, কবিতা ও পথনাটকের মাধ্যমে ইসরাইল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

প্রাচ্যনাট নাট্যদলের পথনাটকের মধ্যদিয়ে এই আয়োজন শুরু হয়। এতে গান পরিবেশন করেন— সৈয়দ ফরহাদ, তুহিন কান্তি দাস ও মূসা করিম।

এসময় ‘প্যালেস্টাইন সংহতি পরিষদ’র নেতা হাসান তারিখ চৌধুরী বলেন, ‘বিশ্ব আমাদের মানবতার কথা ও বলে সভ্যতার কথা বলে। কিন্তু তারা ফিলিস্তিনে এ কেমন মানবতার পরিচয় দিচ্ছে। ইসরাইলি বাহিনী টার্গেট করে করে নিরীহ মানুষদের হত্যা করছে। আর পেছনে মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ফিলিস্তিন একাত্তরে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। আমাদের এখন সময় এসেছে তাদের পক্ষে দাঁড়ানোর।’

ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ বলেন, ‘১৯৪৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। নানা সময় নানা কারণ দেখিয়ে তারা নির্যাতন চালাচ্ছে। সম্প্রতি মার্কিন দূতাবাস স্থাপনকে কেন্দ্র করে আবারও নিরাপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে। গত কয়েক দিনে প্রায় ১০০ এর ওপরে মানুষ হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

প্রকাশক রবিন আহসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন— ছাত্রনেতা সরকার আল ইমরান, বাসদ নেতা খালেকুজ্জামান মিলন, ছাত্রফ্রন্ট নেত্রী মনিষা চক্রবর্তীসহ অনেকে।