জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৮ জন কারাগারে

অভিযানে গ্রেফতার কয়েকজনরাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ মে) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক ফাহ্দ বিন আমিন চৌধুরীর উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন দুপুরে পৃথক ৯ মামলায় এ আসামিদের আদালতে হাজির করে মোহাম্মাদপুর থানা পুলিশ। একই সঙ্গে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদনও করা হয়। শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গতকাল শনিবার (২৬ মে) মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে আটকদের মধ্যে ১৫৩ জনকে গ্রেফতার দেখায় র‌্যাব-২। অভিযানের সময় ১৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার দেখানো আসামিদের মধ্যে ৭৮ জনকে মাদক আইনের নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের শনিবারই মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার বিহারি ক্যাম্পে এ অভিযান চালায় র‌্যাব। এ অভিযানে র‌্যাবের ৩৬টি টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড অংশ নেয়।