হাজারীবাগ ও কাওরানবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৯৭

মাদকবিরোধী অভিযানে হাজারীবাগ থেকে আটক ব্যক্তিরা

রাজধানীর কাওরানবাজার ও হাজারীবাগের গণকটুলী এলাকায় মাদকবিরোধী অভিযানে ৯৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার দুপুরের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

হাজারীবাগ গণকটুলী এলাকায় অভিযান সম্পর্কে ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ১০৫ জনকে আটক করেছিলাম। তাদের মধ্যে যাচাই-বাছাই করে ৫৫ জনকে ছেড়ে দিয়েছি। বাকি ৫০ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদের মধ্যে ৪ নারী রয়েছে।’

তিনি জানান, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৬৩ পিস ইয়াবা, ২৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ৫০ গ্রাম গাঁজা ও দেড় হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ মাদক সেবন ও বেচার দায়ে ৫০ জনকে গ্রেফতার করেছে। মাদক বেচার ১৫ হাজার টাকাও উদ্ধার রয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে একটি চোলাইমদ তৈরির কারখানা।

ডিএমপি মিডিয়া সূত্রে জানা গেছে, কাওরানবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে। তবে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।