‘জিপিএ ফাইভ বিক্রি’র অভিযোগ তদন্তে এবার শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা শিক্ষা বোর্ডের পর শিক্ষা জিপিএ ফাইভ বিক্রি অভিযোগ তদন্তে এবার মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মো. মাহমুদুল-উলকে প্রধান করে সোমবার চার সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাপক ইউনুস আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (নিরীক্ষা) আহমদ শামীম আল রাজী এবং উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছিলেন, জিপিএ ফাইভ বিক্রির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদনে এইচএসসি পরীক্ষায় টাকার বিনিময়ে জিপিএ ফাইভ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড রবিবার (১০ জুন) তিন সদস্যের একটি কমিটি গঠন করে।