নতুন টাকার কেনাবেচা (ফটো স্টোরি)

single pic template-1 copy (1)‘টাকা ছাড়া সবই ফাঁকা এই জগত সংসারে...’ সত্যি টাকা ছাড়া যেন সবই শূন্য! কিন্তু ঈদ উৎসবে নতুন টাকা ছাড়া টাকারই যেন দাম নেই! তাই ঈদুল ফিতর উপলক্ষে পোশাক ও জুতার বাজারের মতোই জমে উঠেছে নতুন টাকার বাজার।
single pic template-1 copy (122)সারাবছর নতুন টাকার বেচাকেনা চললেও ঈদকে ঘিরে বেড়ে যায় এর চাহিদা। তাই বেশ ভালোভাবেই চলছে নতুন টাকা বেচাকেনা।

single pic template-1 copy (12222)চকচকে বিভিন্ন অঙ্কের নোট কিনতে ঢাকার গুলিস্তানে ভিড় করেন সাধারণ মানুষ।
single pic template-1aa copy (1)প্রিয়জন বা শিশুদের ঈদ সালামি দিতে নতুন টাকার জুড়ি নেই। সেজন্য ঈদকে সামনে রেখে সবাই এখন ব্যাংক কিংবা ফুটপাতে নতুন টাকা সংগ্রহে ব্যস্ত।

single pic template-1 copy a1)ছোটদের মুখে হাসি ফোটাতে বড়রা কিনছেন দুই টাকা থেকে শুরু করে ১০০ টাকার টাকার বান্ডেল।
single pic template-1 copy (122222)ক্রেতাদের চাহিদার কথা ভেবে নতুন টাকার বিক্রেতারা বিভিন্ন অঙ্কের নতুন নোটের পসরা সাজিয়ে বসেন। 
single pic template-1 copy (222221)
ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন অঙ্কের টাকার বান্ডেল সাজিয়ে রাখা হয়। এর মধ্যে রয়েছে ১০ ও ২০ টাকার নোট। 

single pic template-1 copy (331)দূরদূরান্ত থেকে মানুষ আসেন টাকা কিনতে। সারাদিন চলে এই বেচাকেনা।
single pic template-1 copy (1s)ক্রেতা চাইলে পুরনো আর ছেড়া নোট বিক্রিও করতে পারেন।
ছবি: লেখক