বাড্ডায় আ.লীগ নেতা হত্যা: তিন দিনেও মামলা হয়নি

ফরহাদ আলীরাজধানীর উত্তর বাড্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলীকে গুলি করে হত্যার ঘটনায় তিন দিনেও মামলা দায়ের করা হয়নি। গত ১৫ জুন স্থানীয় বায়তুস সালাম জামে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা। সোমবার (১৮ জুন) সন্ধ্যায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ মামলা না হওয়ার বিষয়টি জানান।

ওসি বলেন, ‘আমাদের কাছে এখনও কেউ মামলার জন্য আসেনি। কেউ এলেই মামলা নেওয়া হবে।’

মামলা না হওয়ার কারণ হিসেবে সোমবার সন্ধ্যায় নিহতের বড় ছেলে আবিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পুরো পরিবার শোকাহত। সবার সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই থানায় মামলা দায়ের করা হবে।’

নিহত ফরহাদ আলী পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, মামলার আগে কারা ফরহাদ আলীকে হত্যা করতে চেয়েছে, সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন পরিবারের সদস্যরা। তবে ডিশ ব্যবসা নিয়ে বিরোধকেই সামনে রাখছেন তারা। মামলায় কাদের আসামি করা হবে, সেই বিষয়গুলোও আলোচনা হচ্ছে। আর এসব কারণেই মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।

থানায় মামলা দায়ের না হলেও হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুজনকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করেছে বাড্ডা থানা পুলিশ। তাদের একজন জুয়েল ও অন্যজন মিরাজুল। এই দুজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল করিম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলা করার জন্য আমরা পরিবারের সদস্যদের ডেকেছিলাম। তারা এখনও আসেনি। মামলা না হলেও হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুজনকে আমরা শনাক্ত করেছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’