অধ্যক্ষের পকেটে ১৯ লাখ টাকা, দুদকের মামলা

দুদকরাজশাহীর পবার দারুশা কলেজে শিক্ষক নিয়োগের মাধ্যমে ১৯ লাখ ৯৭ হাজার ৬৯৪ টাকা আত্মসাতের অভিযোগে কলেজটির অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ জুন) রাজশাহীর কর্ণহার থানায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল করিম বাদী হয়ে এ মামলা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন দারুশা কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জাফরীন আলম ও উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এএসএম আলী আকবর।।

অভিযোগে বলা হয়েছে, পরস্পরের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০০২ থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা ১৯ লাখ ৯৭ হাজার ৬৯৪ টাকা আত্মসাত করেছেন।