ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক-হেলপার গ্রেফতার

গ্রেফতার

রাজধানীতে সাত হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৫ জুন) সকাল ১০টার দিকে সায়েদাবাদ জনপদের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ অধিনায়ক এমরানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুজন হলেন চালক আব্দুল হালিম শেখ ও তার সহকারী রনি মিয়া। তারা বাসের মাধ্যমে বড় একটি ইয়াবার চালান কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে এসেছিল।

অধিনায়ক এমরানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৮০৭) বাসের মাধ্যমে বড় একটি ইয়াবার চালান কক্সবাজার থেকে ঢাকায় প্রবেশ করছে। পরে র‌্যাব ৩-এর একটি টিম সায়েদাবাদ জনপদের মোড় সংলগ্ল “মা-জননী হোটেলের” সামনে অবস্থান নেয়। ওই স্থানে বাসটি পৌঁছালে সেটি থামিয়ে চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের স্থানীয় বাসিন্দা মামুন নামক একজন মাদক ব্যবসায়ী তাদের তিন হাজার টাকা দিয়ে একটি পার্সেল সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে বলে। ওই ব্যক্তির কথামতো পার্সেলটি টাকার বিনিময়ে গ্রহণ করে গাড়ির চালক আসনের পাশে রাখে। বাসটি সায়েদাবাদ পৌঁছালে তল্লাশি চালিয়ে পার্সেলটির ভিতর থেকে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।'