অনলাইনে শিক্ষকদের কল্যাণ সুবিধা কার্যক্রম উদ্বোধন

অনলাইনে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা কার্যক্রম উদ্বোধনঅনলাইনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৪ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। ট্রাস্টের পরিচালক কাজী মো. রফিকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তব্যে শাহজাহান আলম সাজু বলেন, ‘এখন আর কোনও শিক্ষক-কর্মচারীকে কষ্ট করে ঢাকায় কল্যাণ ট্রাস্টের অফিসে আসতে হয় না। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা এখন ঘরে বসে সহজেই অনলাইনের মাধ্যমে তাদের কল্যাণ সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। নির্দিষ্ট সময়ে  অনলাইনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে কল্যাণ সুবিধার টাকাও পেয়ে থাকেন। তাছাড়া, নিজ নিজ প্রতিষ্ঠান বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন করতে পারছেন। ফলে শিক্ষকদের হয়রানি ও ভোগান্তি লাঘব হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ সাদী, উপ-পরিচালক মো. আবুল বাশার প্রমুখ।