রঙ করা ‘ফুটবল গলি’

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কতটা তা পুরান ঢাকার কলতাবাজারের লবণ গলিতে গেলেই বোঝা যায়। সেই জায়গাকে সবাই এখন জানে ‘ফুটবল গলি’। সেখানকার বিভিন্ন ভবন এখন রঙে পুরোপুরি রঙিন। ‘ওয়ার্ল্ড কাপ গোল-ই ফেস্ট-২০১৮’ নামের বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে এই সাজ সাজ রব। রাশিয়ায় ফিফা বিশ্বকাপের ২১তম আসরে বাংলাদেশ স্থান করে নিতে না পারলেও এই টুর্নামেন্ট নিয়ে এখানকার উন্মাদনা অন্যান্য দেশের তুলনায় কোনও অংশে কম নয়। ছবিতে কলতাবাজারের ফুটবল গলি দেখে নিন একঝলকে।



37160822_1910406802314374_2879576998450036736_n* এই শিশুরাই হয়তো একদিন হয়ে উঠবে বাংলাদেশের ইনিয়েস্তা!
37108692_1910406825647705_1399447774084202496_n* আসা-যাওয়ার পথে রঙে রঙে সাজানো দেয়ালে তাকিয়ে থাকে সববয়সী মানুষ।

37268904_1910406775647710_1993944305244307456_n* দুনিয়া কাঁপানো ফুটবলারদের স্কেচও আঁকা হয়েছে দেয়ালে। 
37161366_1910406668981054_1886232091738243072_n* ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে পুরান ঢাকার এই জায়গাটি ‘ফুটবল গলি’ হিসেবে পরিচিত পায়। ওইবারও সেখানে এমন রঙিন হয়ে উঠেছিল কলতাবাজার। 

37238890_1910406702314384_1131915785929752576_n* রঙিন দেয়াল নজর কেড়েছে সব প্রজন্মের। 



37161212_1910406635647724_1927660736390103040_n* জানালা বাংলাদেশ, ইআরকি ও থাউজেন্ড মাইলস ক্লাব বাংলাদেশের যৌথ উদ্যোগে কলতাবাজার হয়ে উঠেছে ফুটবল গলি।

37192320_1910406652314389_1059396182259793920_n* ফুটবল গলি স্থানীয়দের সবার মনে ছড়িয়ে দিয়েছে আনন্দের রঙ।

37123396_1910406738981047_1130432196851531776_n* পুরান ঢাকার বাইরে থেকেও অনেকে ফুটবল গলিতে এসে ছবি তোলেন। 

37124616_1910406752314379_7356848210008080384_n* ফুটবল গলিতে রয়েছে পাখা মেলে ছবি তোলার প্রতিযোগিতা।
37220756_1910406562314398_721505474381348864_n* দেয়াল লিখনই জানিয়ে দিচ্ছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর হচ্ছে রাশিয়ায়।