মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবিক মূল্যবোধের অভাব রয়েছে: ইসরাফিল আলম


মো. ইসরাফিল আলমমধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবিক মূল্যবোধের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসরাফিল আলম। তিনি বলেন, ‘সেখানে আমাদের নারীদের মানুষ নয়, পণ্য হিসেবে ভাবা হয়।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ‘ফেরত আসছে নারী শ্রমিক’ শীর্ষক বৈঠকি তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে এ বৈঠকি।
মো. ইসরাফিল আলম বলেন, ‘খুব সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়, একই সঙ্গে ম্পর্শকাতার। আত্ম সমালোচনার পরিবর্তে প্রচার বেশি হয়। আমাদের সরকার ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। সেসময় পত্রিকায় রিপোর্ট আসে দুবাইসহ মধ্যপ্রাচ্যে নারীরা নির্যাতিত হচ্ছেন।’

তিনি বলেন, “আমার পজিশন পার্লামেন্টে, আমরা সরকারেও না, ব্যবসায়ীও না। ২০১০ সালে এসব রিপোর্ট দেখে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘রেমিটেন্স কমে যাক, তবু আমাদের নারী শ্রমিকদের পাঠাবো না।’ এরপর বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক প্রেশার শুরু হয়। তখন একটা প্রেশার আসে: নারীদের না পাঠালে পুরুষ শ্রমিক নেবো না। তখন আমরা নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করি। মেয়েরা সাপ্তাহিক ছুটি পাবেন, বিশ্রামের আলাদা জায়গা পাবেন, তারা দেশে যোগাযোগের জন্য মোবাইল পাবেন, সৌদিতে বীমা হবে তাদের নামে। বাংলাদেশ থেকেই ভাষা শেখানো, বিমানবন্দরে হেল্প ডেস্ক করা হয়। সেই অবস্থায় নারীদের যাত্রা আবার শুরু হয়েছে সৌদি আরবে। দুই লাখের বেশি নারী সৌদি আরব গেছেন, সাড়ে পাঁচ হাজার ফিরেছেন। নানাভাবে নির্যাতন, ধর্ষণের শিকারও হয়েছেন নারীরা।”
তিনি বলেন, ‘আমি কয়েকদিন আগে মরিসাস থেকে আসলাম। সেখানে দেখলাম সাড়ে চার হাজার নারী পোশাক শিল্পে কাজ করছে। তারা বেতনও বেশি পাচ্ছেন, সুযোগ-সুবিধাও পাচ্ছেন। বাংলাদেশে থেকে তারা আরও নারী শ্রমিক চাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবিক মূল্যবোধের অভাব আছে। আমাদের নারীকে তারা মানুষ না, পণ্য হিসেবে ভাবে।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।