নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ রিপোর্টিংয়ে পুরস্কার পেলেন ৬ সাংবাদিক

 

 

 



পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে ক্রেস্ট,সার্টিফিকেট ও চেক তুলে দেওয়া হয় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক রিপোর্টিংয়ে প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ওয়াজেদ হীরা। একই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন নিউ এজ -এর কুমিল্লা প্রতিনিধি ইয়াসমিন রীমা ও তৃতীয় হয়েছেন যুগান্তরের ‘সুরঞ্জনা’ পাতার বিভাগীয় সম্পাদক রীতা ভৌমিক।




ইলেক্টনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন এস এ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা শোভা, একই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাতিলা শারমীন ও তৃতীয় হয়েছেন নিউজ টোয়েন্টি ফোরের কুড়িগ্রামের প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য।






বৃহস্পতিবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ’ ও ‘নারী উন্নয়ন শক্তি’ -এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি পুরস্কারপ্রাপ্ত সংবাদিকদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও চেক তুলে দেন।সাউথ এশিয়া উইমেনস ফান্ড, শ্রীলংকার সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মিডিয়ার বিশাল ভূমিকা রয়েছে। বাংলাদেশের কোথায় নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে তা মিডিয়ার মাধ্যমে আমরা দ্রুত জানতে এবং সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। তিনি বলেন, সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা। কাজের স্বীকৃতিস্বরূপ নারী সাংবাদিকরা পুরস্কৃত হচ্ছেন। তাদের দেখলে গর্বে বুক ভরে যায়। ঘর থেকে কর্মক্ষেত্র সব জায়গায় নারী তার যোগ্যতা দিয়েই নিজের অবস্থান তৈরি করছেন।’
উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ- এর সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন প্রমুখ।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের সমাজে নারী নির্যাতন ঘটছে। নারী নির্যাতন প্রতিরোধে সমাজের নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলনে তাদের শরিক হতে হবে।