কল্যাণপুরে জালনোটসহ গ্রেফতার চার

জাল টাকা (ফাইল ছবি)রাজধানীর কল্যাণপুর থেকে জালনোটসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জসিম মোড়ল (৩০), আব্দুল জলিল (২৮), সাগর ওরফে রিপন দাশ (৩০) ও জালাল উদ্দিন (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৩২ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (পশ্চিম) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সদস্যরা। এ সময় কল্যাণপুর বাসস্ট্যান্ডের মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জালনোটসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা ৫ থেকে ৬ বছর ধরে জালনোট তৈরির সঙ্গে জড়িত। এ চক্রের সদস্যরা বাংলাদেশি জালনোটসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা প্রস্তুত ও বাজারজাত করে আসছিল। এ বিষয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।