জঙ্গিবাদের মতো মাদকও নির্মূল করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা পৃথিবীতে মাদক নির্মূলে সর্বাত্মক যুদ্ধেই নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী মিলে জঙ্গিবাদকে মোকাবিলা করা হয়েছে। জঙ্গিবাদের মতো আমরা দেশ থেকে মাদককেও নির্মূল করবো। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকবিরোধী যুদ্ধ শুরু হয়ে গেছে। এ যুদ্ধে আমাদের জিতেই হবে।’ রবিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত মাদকবিরোধী বিজ্ঞাপন (টিভিসি) 'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে' শীর্ষক প্রচারণামূলক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদককে নির্মূল করতেই হবে। নইলে আমরা পথ হারাবো। এ জন্যই আমরা যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা সেই জায়গাতেই নিয়ে যেতে চাই, যেই স্থানটির  স্বপ্ন আমরা সবাই দেখি। এজন্য মাদকবিরোধী প্রচারণা বেশি করতে হবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ছিল ঠুটো জগন্নাথ। বর্তমানে এর আমূল পরিবর্তন করা হয়েছে। জনবল ও শক্তি বাড়িয়ে ঢেলে সাজানো হয়েছে। মাদকমুক্ত করার প্রচেষ্টার সঙ্গ সঙ্গে মাদকসেবীদের নিরাময় ও পুনর্বাসন করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।’

মাদক বিরোধী অভিযানে আটক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলখানার ধারণ ক্ষমতা ৩৭ হাজারে বেশি। কিন্তু বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা ৯০ হাজার পার হয়ে গেছে। এর মধ্যে ৪৩ হাজার বন্দিই মাদক সংশ্লিষ্ট কারণে আটকের পর কারাগারে আছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ প্রমুখ।