৩৭তম বিসিএসে নন-ক্যাডারে ২ হাজার প্রধান শিক্ষকের চাহিদা দেওয়া হচ্ছে

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য ৩৭তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার থেকে ২ হাজার প্রধান শিক্ষকের চাহিদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে এ চাহিদা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক মান্নান। তিনি বলেন, সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দিতে আমরা ৩৭ বিসিএস পরীক্ষায় নন-ক্যাডারে উত্তীর্ণ এমন প্রায় ২ হাজার শিক্ষকের চাহিদা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোতে প্রায় ২ হাজার ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক শূন্য রয়েছে। এ কারণেই ৩৭ তম বিসিএস থেকে শিক্ষক নেওয়ার চাহিদা পাঠানো হচ্ছে।

আব্দুল মান্নান বলেন, 'গত ১৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য আসনের চাহিদা পাঠাতে নির্দেশ দেয়। আজ মঙ্গলবার (৩১ জুলাই) শূন্য আসনের চাহিদা তৈরি করে পাঠানো হচ্ছে। আগামী সপ্তাহে এটি পিএসসিতে পাঠানো হবে।'