ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ শিক্ষার্থীদের

মুক্ত আলোচনায় বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনট্রাফিক পুলিশের দায়িত্বহীনতার পাশাপাশি সড়কে নিরাপত্তাহীনতার বিভিন্ন কারণ তুলে ধরেছেন শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ বিষয়ে সোমবার (৬ আগস্ট) রাজধানীর নগর ভবনে অনুষ্ঠিত মুক্ত আলোচনাসভায় অংশ নেন তারা।

শিক্ষার্থী অয়ন সাহা বলেছে, ‘আমরা নিরাপদ সড়ক চাই। আমাদের স্কুলের সামনে ট্রাফিক চাই। এদিকে রাস্তা খুব সরু। আমাদের দাবিগুলো মানতে হবে। আমরা সরকারের কথায় বিশ্বাস রেখে ঘরে ফিরছি।’

একই সুরে শিক্ষার্থী মায়শার কথা, ‘আমরা ক্লাসে ফিরছি। আপনারা আমাদের দাবি মেনে নিয়ে কাজ শুরু করুন।’

শিক্ষার্থী ঐশীর অভিযোগ, ‘নিরাপদ সড়কের দায়িত্ব পুলিশের। কিন্তু তারা তা করছে না। আমাদের দাবি, নিরাপদ সড়ক নামে একটি বিভাগ খোলা হোক।’

কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ মনে করেন, নিরাপদ সড়কের জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তার মন্তব্য, ‘নিরাপদ সড়কের দাবি দীর্ঘদিনের। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আশ্বাস দেন, ‘নিরাপদ সড়কের জন্য যা যা করণীয়, আমরা সবই করবো। তবে কোনও ষড়যন্ত্র সফল হতে দেবো না।’

অনুষ্ঠানে আরও ছিলেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল।