অভিনেত্রী নওশাবা ফের দু’দিনের রিমান্ডে





র‌্যাবের হেফাজতে নওশাবা আহমেদশিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে লাইভে এসে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ফের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১০ আগস্ট) চার দিনের রিমান্ড শেষে আদালতে তাকে হাজির করার পর ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী দু’দিনের রিমান্ডের এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম নওশাবাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ান অভিনেত্রী নওশাবা আহমেদ বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই ঘটনায় র‌্যাব- ১ এর ডিএডি মো. আমিনুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।পরে গত শনিবার রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে র‌্যাব।