জাতীয় শোক দিবস সামনে রেখে রাজধানীতে বিশেষ তল্লাশি

ধানমন্ডির শুক্রবাদ এলাকা পুলিশের তল্লাশিজাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে চলছে পুলিশের বিশেষ নিরাপত্তা তল্লাশি। মহানগরীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান ও শেরে বাংলানগর এলাকার প্রতিটি অলিগলি, আবাসিক হোটেল, মেস ও বাসাবাড়ির সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ১৫ আগস্ট নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এই তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ভিভিআইপি ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’

সোমবার সন্ধ্যায় ধানমন্ডি, সোবহানবাগ, কলাবাগান, নাখালপাড়া, রাজাবাজার ও ৩২ নম্বর এলাকায় পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।

বিভিন্ন হোটেলে থাকা বর্ডারদের বিষয় তথ্য সংগ্রহ করছে পুলিশ। ১৪ আগস্ট দুপুর থেকে এই এলাকায় ফুটপাতে কোনও হকার বসতে দেওয়া হবে না বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ১৫ আগস্টের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫ আগস্টের বিশেষ খাবারও পরীক্ষা-নিরীক্ষা করে পরিবেশন করা হবে, যেন কেউ কোনও নাশকতা সৃষ্টি না করতে পারে।’