বাসচাপায় শিক্ষার্থী নিহতের মামলায় চালকসহ ৪ জন কারাগারে






দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজু

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের মামলায় জাবালে নূরের বাসচালক জোবায়েরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম গোলাম নবী। মামলার অন্য তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেশব রায় চৌধুরী।
সোমবার (১৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (পরিদর্শক) কাজী শরিফুল ইসলাম সাত দিনের রিমান্ড শেষে চালক জোবায়ের স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন। আর তদন্ত শেষে না হওয়া পর্যন্ত অন্য তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
এর আগে গত ৬ আগস্ট এই দুই বাস চালক ও দুই হেলপারকে সাত দিনের রিমান্ড মন্জুর করেছিলেন আদালত।
এদিকে ওই ঘাতক বাসের চালক মাসুম বিল্লাহ ও মালিক শাহাদাত হোসেন সাত দিনের রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারাও কারাগারে আছে।
২৯ জুলাই দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাস স্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে জাবালে নূরের আরেকটি বাস ওভারটেক করে সামনে গিয়ে শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজু ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৮-১০ জন শিক্ষার্থী।
এ ঘটনায় নিহত মিমের বাবা জাহাঙ্গীর ফকির ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।