আসছে আরও ৩ পাবলিক বিশ্ববিদ্যালয়





শিক্ষা মন্ত্রণালয়
দেশে বর্তমানে ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিন বিশ্ববিদ্যালয়। অনুমোদনের অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ তিন বিশ্ববিদ্যালয় স্থাপনে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আইন প্রণয়ন ও বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের সভায় খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছে। সেটি মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সেটি মন্ত্রিসভায় তোলা হতে পারে। সেখান থেকে অনুমোদন পেলেই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।


জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনটি বিশ্ববিদ্যালয়ের খসড়া মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই তা পাস হয়ে যাবে।’