নিরাপদ সড়ক, আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তির দাবিতে সমাবেশ

13নিরাপদ সড়ক আন্দোলন থেকে আটককৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংহতি সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’। সোমবার (১৩ আগস্ট) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা আটককৃতদের মুক্তির দাবি জানায়।

সংহতি সমাবেশে ইউল্যাবের শিক্ষার্থী সাঈদ বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হয়েছে। আমরাও এতে অংশগ্রহণ করেছিলাম। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আটককৃতদের মুক্তি এবং হামলাকারীদের বিচার দাবি করছি।

স্টামফোর্ড ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের স্বর্ণা বলেন, যারা নির্দোষ তাদের মুক্তির দাবিতে কেন আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? তারা তো কোনও অপরাধ করেনি। তারা শুধু নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে। এখন তাদের রিমান্ডে নিয়ে নানাভাবে নির্যাতন করা হচ্ছে।