খিলগাঁওয়ে ডিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বন্দুকযুদ্ধরাজধানীর খিলগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়।

এ ব্যাপারে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার ভোরে খিলগাঁও নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসকরা সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স প্রায় ৩৫ বছর।

তিনি বলেন, নিহতের কোনও নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত যুবকের পরনে ছিল একটি কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট। তার বিষয়ে বিস্তারিত তথ্য জানান চেষ্টা চলছে।