আলোকচিত্রী শহিদুল আলমের জামিন শুনানি ১১ সেপ্টেম্বর





শহিদুল আলম

রাজধানীর রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের করা জামিন আবেদনের ওপর আগামী ১১ সেপ্টেম্বর শুনানি হবে। মঙ্গলবার ( ১৪ আগস্ট) তার জামিন আবেদন গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচার কে এম ইমরুল কায়েশ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

শহিদুলের পক্ষে তার জামিনের আবেদন করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার সারা হোসেন ও জায়েদুর রহমান।
বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান জায়েদুর রহমান।
গত ১২ আগস্ট সাত দিনের রিমান্ড শেষে শহিদুলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আরমান আলী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করে শহিদুলকে কারাগারে পাঠান।
উল্লেখ্য, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।