‘মেয়ে বিরিয়ানি পাঠাইছে, বাপের জন্য দোয়া করেছি’





বিলকিস বানুসহ অন্যরা

‘আমরা যেন ম্যালা দিন বাঁচতে পারি এজন্য বঙ্গবন্ধু দাঁড়ায়ছিল, যুদ্ধ করেছিল। কিন্তু একদিন সে-ই মরে গিয়েছিল। আজকের দিনে সন্ত্রাসীরা তাকে মেরে ফেলেছিল। তাই তার মেয়ে আমাদের জন্য বিরিয়ানি পাঠাইছে, আমরা সেই বিরিয়ানি খেয়ে তার বাপের জন্য দোয়া করেছি।’ ষাটোর্ধ্ব বিলকিস বানু কথাগুলো বলেন রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি ও শিক্ষা বোর্ড চত্বরে।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সেখানে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। মাহফিল শেষে বোর্ড চত্বরে খাবারের জন্য অপেক্ষারত আগারগাঁও এলাকার প্রায় দেড় হাজার দুস্থ ও গরিবের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিরিয়ানি নিতে আসা লোকজন

খাবার পেয়ে উপস্থিত সবাই খুব খুশি। বিলকিস বানুর কাছে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধু মুজিবুর রহমান আমাদের জাতির জনক। সে মরে গিয়েছে আমাদের জন্য। আমরা তার জন্যে তো দোয়া করবোই। সে যেন জান্নাতে যায়।’
আলো শিক্ষালয় নামে একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র শামীম। সে-ও এসেছে বিরিয়ানি নিতে। তার কাছে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাইলে সে অকপটে বলে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। তিনি ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, সবাইকে যুদ্ধে যাওয়ার জন্য। তার ডাকে সাড়া দিয়ে সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করে। কিন্তু ষড়যন্ত্র করে তাকে ১৯৭৫ সালের এই দিনে হত্যা করা হয়। তাই এই দিন আমাদের শোক দিবস।’
দোয়া মাহফিল ও খাবার বিতরণের এ আয়োজনে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন, কারিগরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, শোক দিবস উপলক্ষে দুই হাজার দুস্থের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ জন্য বাজেট রাখা হয় প্রায় সাড়ে ৬ লাখ টাকা।