কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুনা তিন দিনের রিমান্ডে

লুৎফুন্নাহার লুনাফেসবুক লাইভে গুজব ছড়ানোর অভিযোগে কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহার লুনার বিরুদ্ধে রমনা থানায়  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর হাকিম আদালতে লুনাকে হাজির করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক কাজী কামরুল ইসলাম তিন দিনের রিমান্ডের আদেশ দেন। লুনার পক্ষের আইনজীবী জায়েদুর রহমান বাংলা ট্রিবিউনকে এতথ্য জানান।
উল্লেখ্য, সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তখন লুনা ফেসবুক লাইভে বিভিন্ন উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করেন— এই  অভিযোগে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় গত বুধবার (১৫ আগস্ট) ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিপ্রচাপড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয় লুৎফুন্নাহার লুনাকে। তিনি ওই গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। এছাড়া,  লুনা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী। গ্রেফতারের পরপরই তাকে ঢাকায় নিয়ে আসা হয়।