মন্ত্রিসভায় সনদ স্বীকৃতির আইন অনুমোদনে আনন্দ মিছিল বেফাকে’র

দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমানের আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনে বেফাকের আনন্দ মিছিলকওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমানের আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। শুক্রবার (১৭ আগস্ট) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি বের করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন বেফাকের নেতারা।
সমাবেশে উপস্থিত ছিলেন, বেফাকের সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ, বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা নুরুল আমীন, মাওলানা মুহাম্মদ তৈয়ব, মাওলানা আনছারুল হক ইমরান। মিছিল ও সমাবেশে নেতৃত্বে ছিলেন ইসলামী ঐক্যজোটের নেতারা। বেফাকের অন্তর্ভুক্ত বিএনপি জামায়াতভুক্ত জোটের নেতারা এ মিছিলে উপস্থিত ছিলেন না।
সমাবেশে মুফতি ফয়জুল্লাহ মন্ত্রিসভায় অনুমোদিত আইন আগামী সংসদ অধিবেশনে পাস করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কওমি সনদের মান প্রদানের পেছনে প্রধানমন্ত্রীর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বিশেষত সব রকমের প্রশাসনিক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত রেখে কওমি মাদরাসার সূতিকাগার দারুল উলুম দেওবন্দের মৌলিক নীতিমালাকে ভিত্তি ধরে সমমান কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রী পূর্ণ সমর্থন ও সহযোগিতা করেছেন। বাংলাদেশের লাখ লাখ আলেম, ছাত্র-শিক্ষক এজন্য কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করবে।’
বেফাক মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বেফাকের সহকারী মহাসচিব মাওলানা নুরুল আমীন, মজলিসে আমেলার সদস্য মুফতি তৈয়্যব হোসাইন, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মুফতি মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার আইনের খসড়ায় অনুমোদন