‘র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়নে জঙ্গি, মাদক ও সাইবার অপরাধ দমনে কাজ করছে আলাদা ইউনিট’

বেনজীর আহমেদ (ফাইল ফটো)র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৪টি ব্যাটালিয়নের প্রতিটিতে জঙ্গি, মাদক ও সাইবার অপরাধ দমনে আলাদা ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ। শনিবার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জঙ্গি দমনে আমরা শুরু থেকেই কাজ করছি। সেজন্য রয়েছে আলাদা ইউনিট। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর আমরা মাদকের জন্য প্রতিটি ব্যাটালিয়নে আলাদা ইউনিট করেছি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার জগতে অপরাধ ঠেকাতে নতুনভাবে যুক্ত করা হয়েছে সাইবার পেট্রোলিং ইউনিট। প্রতিটি ব্যাটালিয়নেই এই আলাদা তিনটি ইউনিট কাজ করছে।’
জঙ্গিদের ওপর থেকে চোখ সরাবে না র‌্যাব উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক বলেন, ‘জঙ্গিবাদ দমনে র‌্যাব শুরু থেকেই কাজ করছে। আমরা কেউ চাই না আবারও জঙ্গিবাদের উত্থান ঘটুক। আমরা আন্ডারগ্রাউন্ড ও প্রকাশ্যে যেসব জঙ্গি সংগঠন রয়েছে সেগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করছি। দুটি পদ্ধতিতে এই পর্যবেক্ষণ করা হয়ে থাকে। একটি হিউম্যান ও অপরটি টেকনিক্যাল।’
বেনজীর আহমেদ বলেন, ‘মাদক ও জঙ্গি নিয়ে যেমন আমাদের আলাদা ইউনিট রয়েছে, একইভাবে সাইবার পেট্রোলিংয়ের জন্য আমাদের ব্যাটালিয়নগুলোতে আলাদা ইউনিট রয়েছে। তারা প্রতিনিয়ত সাইবার অপরাধ নিয়ে কাজ করছে।’
চলমান ‘নিরাপদ সড়ক’ আন্দোলনে উসকানির অভিযোগে বেশ কয়েকটি অডিও ফাঁস হওয়ার পর এই আন্দোলনে কোনও রাজনৈতিক সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন কিনা এমন প্রশ্নে র‌্যাব ডিজি বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি দেখার চেষ্টা করছি। আমরা কোনও একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ঢালাও বক্তব্য দিতে পারি না। সে রাজনীতি করে কি করে না সেটা আমাদের দেখার বিষয় না।