গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবি সুজনের





022943c2d791431952a511b04d078741-shujan_logoকোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবির আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের হয়রানি না করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) । একইসঙ্গে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়েছে।
শনিবার (১৮ আগস্ট) সুজনের সভাপতি এম হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারে সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুজন শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে দেখিয়েছে কীভাবে সড়কব্যবস্থা সচল রাখতে হয়। এর আগে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন গড়ে তোলে। এ দুটি আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এরই মধ্যে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সহিংস ঘটনা ও উসকানির অভিযোগে দায়ের হওয়া ৫২টি মামলায় ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অথচ আন্দোলন দমনের নামে যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করেছিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানির ঘটনায় নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়াসহ শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।